মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
বগুড়া জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান হোসনা আফরোজার সভাপতিত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের নির্বাহী কমিটির সভা ও একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ও বগুড়া ইউনিটের নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জননেতা রেজাউল করিম বাদশা।
সভায় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন চান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, নির্বাহী কমিটির সদস্য মাফতুন আহমেদ খান রুবেল, শহীদ উন নবী সালাম, আবিদুর রহমান সোহেল, মাহবুবুর রহমান ছোটন, হাবিবুর রশীদ সন্ধান সরকারসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিবৃন্দ।