সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া।
বগুড়ার ধাওয়াপাড়া এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার ভোরে সোনাতলার একটি চর থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নারুলী দক্ষিণপাড়ার মৃত নুর আলমের ছেলে জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়ার মো. নুর আলম ওরফে সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়ার মো. রাব্বি হোসেন (২০)।
নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় একটি অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালায় পুলিশ। এসময় দুর্বৃত্তরা ট্রাকচালককে জিম্মি করে এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। হামলায় এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব গুরুতর আহত হন। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতকদের আটকে অভিযান চলছে।