মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে প্রতারণামূলকভাবে আত্মসাৎকৃত এক ট্রাক ভর্তি ৫৭৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এসময় প্রতারণা চক্রের মূলহোতা ট্রাকচালক মোঃ আব্দুর রশিদ (৫২), ট্রাক হেলপার মোঃ সোহেল রানা (৩১) ও তাদের সহযোগী মোঃ রঞ্জু (৩১) কে গ্রেফতার করা হয়।
ঘটনার সূত্রপাত গত ১৯ আগস্ট। দিনাজপুরের হিলি এলাকা থেকে ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ট্রান্সপোর্টে ৫৭৭ বস্তা চাল ঢাকা আশুলিয়ার রুবেল এন্টারপ্রাইজে পৌঁছে দেওয়ার জন্য ১৭,৫০০ টাকায় চুক্তি করেন অভিযুক্তরা। কিন্তু ২০ আগস্ট রাতে চাল নিয়ে রওনা দিয়ে তারা আর গন্তব্যে না গিয়ে আত্মসাৎ করে বগুড়ায় লুকিয়ে পড়ে।
ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় মামলা (নং-৮১, তারিখ-২২/০৮/২০২৫, ধারা-৪০৭/৪২০ দণ্ডবিধি ১৮৬০) দায়ের হয়। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট রাতে সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার ও চালসহ ট্রাক উদ্ধার করে। উদ্ধারকৃত চালের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে পরিবহনের নামে প্রতারণা করে আসছিল। তদন্তে জানা যায়, আসামী রঞ্জুর বিরুদ্ধে পূর্বে ৬টি, আব্দুর রশিদের বিরুদ্ধে ১টি ও সোহেল রানার বিরুদ্ধে ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।