শাজাহানপুর উপজেলা প্রতিনিধি: মোঃ ফারুক সরকার
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সিএনজি অটোরিকশা ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ২০২৫ ইং সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিবগঞ্জের সুলতানপুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে অটোরিকশা চালক শুকুর আলী (৪০), গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮) ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫)।
আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রুপা মনি দাস (১২)। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে বগুড়ায় এসে শ্বশুরবাড়ি নারচী যাচ্ছিলেন বিপুল চন্দ্র দাস। পথে কাঁঠালতলায় বিপুলদের বহনকারী অটোরিকশার সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শুকুর আলী মারা যান।
গুরুতর আহত বিপুল, তার স্ত্রী, ছেলে ও মেয়েকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে সকাল পৌনে ১০টার দিকে শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিপুল ও তার ছেলে বিপ্লবকে মৃত ঘোষণা করেন। আহত মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।