আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ায় জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত।
আজ (০২আগষ্ট) শনিবার বেলা ১১টায় বগুড়া সাতমাথা চত্বরে বগুড়া জেলা জাতীয় শিক্ষক ফোরাম-এর সভাপতি মাওলানা আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলাম শামীম-এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরামের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ, অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান, নিঃশর্ত শিক্ষকদের বদলি, বৃত্তি পরীক্ষায় বেসরকারি ও কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, ধর্মীয় বিষয় অন্তর্ভুক্ত করুন, কওমি সনদে সরকারি চাকরিতে সুযোগ ও শিক্ষা সংস্কার কমিশন গঠন বিষয়ে দাবি উত্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরামের রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম শফিক, দিনাজপুর জেলার সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ সুলতান মাহমুদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুলের শিক্ষক, কলেজের প্রভাষক, আলিয়া ও কওমি মাদরাসার বিভিন্ন শিক্ষকবৃন্দ।