বগুড়ায় ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার, ধারালো চাপাতি ও ১৪ হাজার টাকা উদ্ধার।
সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের মূল হোতা আরিফ শেখকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ ইঞ্চি লম্বা ধারালো চাপাতি। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও দুই সহযোগী তারিকুল ইসলাম ও মোঃ জাহিদকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ১৪,০০০/- টাকা উদ্ধার করা হয়।
গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে চকফরিদ কলোনিতে যমুনা গ্যাস সিলিন্ডারের ম্যানেজার মোঃ তারেকের ওপর ছুরিকাঘাত করে প্রায় ৯ লাখ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়। ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হলে ডিবি তদন্তে নামে। তিন আসামির বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আরিফ শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলাও দায়ের করা হয়েছে। ছিনতাইকৃত বাকি টাকা ও অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।