সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া প্রতিনিধি।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বগুড়া জেলা সংসদের উদ্যোগে “জুলাই প্রত্যয় সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় ঐতিহাসিক সাতমাথা চত্বরে আয়োজিত এ সমাবেশে বক্তারা বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি বায়েজিদ রহমান, এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক শাওন শওকত।সহ আরো উপস্থিত ছিলেন
সিপিবি বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ
কৃষক সমিতি বগুড়া জেলার সাধারণ সম্পাদক হাসান আলী শেখ
ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায়
যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান পারভেজ
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ
সাংগঠনিক সম্পাদক আফ্রিক হাসান প্রান্ত
কোষাধ্যক্ষ রাকিব ইসলাম প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, “গত ১৫ বছর ধরে দেশে যে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গড়ে উঠেছে, তা থেকে মুক্তি পেতে জনগণ যে অভ্যুত্থানের সূচনা করেছিল, তারই ধারাবাহিকতা গত বছরের জুলাই আন্দোলন। এই আন্দোলন কেবল একটি মুহূর্ত নয়, বরং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্ন।”
তাঁরা আরও বলেন, চব্বিশের মূল দর্শন ছিল সমাজে বিদ্যমান বৈষম্য দূর করে রাষ্ট্র সংস্কার। কৃষক, শ্রমিক, দলিত, নারী—এই শ্রেণিগুলো এখনও অবহেলিত। অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক কোনো পরিবর্তন আনেনি। শিক্ষা সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনকি একটি শিক্ষা সংস্কার কমিশন পর্যন্ত গঠিত হয়নি।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ওপর আরোপিত আয়কর পুরোপুরি প্রত্যাহার না করে কেবল হার কিছুটা কমানো হয়েছে, যা শিক্ষাবান্ধব নয়।