সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি, বগুড়া:
বগুড়া সদর উপজেলার চক নাটাই পাড়ায় এক বিধবাকে ধর্ষণের অভিযোগে থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকে ভুক্তভোগী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।
ভুক্তভোগী শান্তনা খাতুন (৩৭) জানিয়েছেন, স্থানীয় প্রভাবশালী রুবেল সাদিকদার (৪০) দীর্ঘদিন ধরে তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করছিলেন। সর্বশেষ ১৪ আগস্ট রাত আনুমানিক আড়াইটার সময় বগুড়া সদর থানাধীন নাটাইপাড়া বউ বাজার এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী শান্তনা খাতুন তার পরিবারের সঙ্গে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসামি প্রভাবশালী হওয়ায় এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। বরং ধর্ষিতা ও তার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।
এদিকে এলাকাবাসী প্রশাসনের কাছে এই ধর্ষকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তারা আরো জানান, রুবেল সাদিকদার প্রভাবশালীদের তদবিরে প্রকাশ্যে চলাফেরা করছেন, যা আইনের শাসনের জন্য বড় হুমকি। স্থানীয়রা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।