
বিশেষ প্রতিনিধি সাজেদুল ইসলাম রাসেল বগুড়া।
বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নূরইল পূর্বপাড়া গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন স্থানীয় এক পরিবার। এ পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে শনিবার (তারিখ) বগুড়ায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মুরাদুজ্জামান মুরাদ।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি ১৭৬৫ নং কবলা দলিলের মাধ্যমে ঠান্ডা মিয়ার নিকট থেকে সাড়ে ১১ শতক জমি ক্রয় করেন। সেই সময় বিক্রেতা তার নিজস্ব মালিকানা অংশ থেকে অর্ধ শতক জমি রাস্তা হিসেবে সংরক্ষণ করে দেন, যাতে করে ছালমা বেগমসহ পরিবারের সদস্যরা সহজে যাতায়াত করতে পারেন।
কিন্তু ২০২৩ সালের ২৭ জানুয়ারি দুপুরে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি—আকবর আলী, আবু জাফর, জুঁই মনি স্মৃতি, সিদ্দিকসহ অজ্ঞাত আরও অনেকে জবরদখল করে চলাচলের একমাত্র পথটি বন্ধ করে দেয়। এর ফলে প্রায় দুই বছর ধরে ছালমা বেগম ও তার পরিবারের অন্তত ১০-১২ জন সদস্য বাধ্য হয়ে অন্যের জমির ড্রেন দিয়ে যাতায়াত করছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এ অবস্থা তাদের জন্য তীব্র দুর্ভোগ ডেকে আনে।
মুরাদুজ্জামান মুরাদ অভিযোগ করেন, একাধিকবার অনুরোধ করেও পথ খুলে না দিয়ে উল্টো তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সদর থানা পুলিশ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমাদের পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা পুনরুদ্ধার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা জরুরি।”