
মো: রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
বগুড়ার আদমদীঘি উপজেলায় বাঁশঝাড়ে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নশরৎপুর ইউনিয়নের দেলুজা গ্রামের মোজাম তালুকদারের বাঁশঝাড় থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ আব্দুল আজিজ সেখ (৫৮), পিতা মৃত আহম্মদ আলী সেখ, সাং শাওইল বাজার স্কুলের দক্ষিণে
মোঃ বাবলু সেখ (৬০), পিতা মৃত আবুল সেখ, সাং শাওইল দিঘীরপাড়
মোঃ আলেফ উদ্দিন সেখ (৫২), পিতা মৃত তাছের উদ্দিন সেখ, সাং শাওইল দক্ষিণপাড়া
মোঃ সাইফুল ইসলাম (৩১), পিতা মোঃ কলিম উদ্দিন, সাং পলাশী সার্ব
পুলিশ জানায়, শিয়ালশন মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।
অভিযানকালে জুয়ার বোর্ড, ৫২ পাতা তাস এবং সর্বমোট ৩ হাজার ৫৩৫ টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা টাকা ও তাস দিয়ে প্রকাশ্যে জুয়া খেলার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।