মো:রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
শাজাহানপুর থানার মামলা নং- ৪১, তারিখ- ৩০-০৭-২০২৫ খ্রিঃ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড সংযোজন ৩০২/৩৪ পেনাল কোড
মামলার বাদী মোঃ জাহিদ হাসান, পিতা-মৃত আশরাফ আলী, সাং- ভাদাইকান্দি, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া এর ভাতিজা
ভিকটিম আল আমিন (৩০), পিতা- আফসার আলী, সাং- ভাদাইকান্দি, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া গত ২৮-০৭-২০২৫ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় বগুড়া শহর নিউমার্কেটে ব্যবসার উদ্দেশ্যে নিজ বাড়ী হতে রওনা হয়ে শাজাহানপুর থানাধীন খরনা ইউনিয়ন ভাদাইকান্দি গ্রামস্থ জনৈক মোঃ জহুরুল ইসলাম এর বাঁশঝাড়ের পাশে কাঁচা রাস্তার উপর পোঁছামাত্র পূর্ব শত্রুতার জের ধরে আসামি ১। মোঃ নুরুল ইসলাম (৫৫), পিতা- মৃত আহম্মেদ আলী, ২। মোঃ আতিকুল ইসলাম (৩০), ৩। আল মাহমুদ (৩২), উভয় পিতা- নুরুল ইসলাম, ৪। মোঃ বাশির আহম্মেদ (২৬), ৫। নাজির হোসেন (২৮), উভয় পিতা- মৃত আঃ লতিফ, ৬। মোঃ আবু খায়ের (৩৮), পিতা- আঃ বারী, ৭। মোঃ আলী আজগর (২৯), পিতা- আঃ আজিজ, ৮। ফজলুর রহমান (৪৮), পিতা- মৃত আবু বক্কর, ৯। মোঃ আবু হোসেন (২৮), পিতা- আঃ বারী, ১০। মোঃ আলম হোসেন (৪৫), পিতা- আবু বক্কর, ১১। মোঃ ফিরোজ (২২), পিতা- আঃ হাই, ১২। পারভেজ (২৬), পিতা- জহুরুল, ১৩। মোঃ রাজু (৩৮), পিতা- মৃত আঃ রশিদ, সর্ব সাং- ভাদাইকান্দি, সর্ব থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া গণমিলে ভিকটিম আল আমিন কে বাঁশের লাঠি, লোহার রড, এস এস পাইপ দিয়ে এলোপাথারি ভাবে মারপিট করে রক্তাক্ত গুরুতর জখম করে। উপস্থিত লোকজন ভিকটিমকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় চিকিৎসার জন্য ভর্তি করেন। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা মোঃ জাহিদ হাসান, বাদী হয়ে ৩০-০৭-২০২৫ খ্রিঃ তারিখে শাহজাহানপুর থানায় এসে এজাহার দায়ের করেন। ভিকটিম আল আমীন (৩০) চিকিৎসাধীন অবস্থায় ০২-০৮-২০২৫ খ্রিঃ রাত্রী ২২:৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেন।
*মামলার রুজু হওয়ার পর হইতে পলাতক থাকা আসামী এজাহারনামীয় আসামী ১। মোঃ বাশির আহম্মেদ (২৬), ২। মোঃ নাজির হোসেন (২৮), উভয়ের পিতা- মৃত আঃ লতিফ, সাং- ভাদাইকান্দি, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াদ্বয়কে র্যাব-৪, মিরপুর, পাইকপাড়া, ঢাকা এর সহায়তায় শাজাহানপুর থানা পুলিশ আসামীদ্বয়কে ২৪/০৮/২০২৫ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় ঢাকা মিরপুর থানাধীন মিরপুর মোল্লাপাড়া এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।