
আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু)-এর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শেরপুর উপজেলা শাখা কার্যালয় সামনে থেকে শোডাউনটি শুরু হয়ে নির্বাচনী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধুনট এলাকায় গিয়ে শেষ হয়।
শোডাউনে প্রার্থী নিজেই নেতৃত্ব দেন। এতে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
নির্বাচনকে কেন্দ্র করে শোডাউনটি পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।