সাজেদুল ইসলাম রাসেল বিশেষ প্রতিনিধি বগুড়া
অপরাধ দমন, মাদক নির্মূল ও জননিরাপত্তা রক্ষায় অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি হাসান বাসির।
তার দক্ষ নেতৃত্ব, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের ফলে সদর থানা আজ বগুড়া জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থার এক আদর্শ দৃষ্টান্তে পরিণত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, যানবাহন শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এই বিষয়ে ওসি হাসান বাসির জানান,
“এই অর্জন শুধু আমার নয়, এটি পুরো সদর থানা পুলিশের সম্মিলিত পরিশ্রমের ফল। আমাদের অনুপ্রেরণার উৎস ও দিকনির্দেশক হিসেবে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জিদান আল মুসা পিপিএম স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিন যারা মাঠপর্যায়ে পরিশ্রম করে যাচ্ছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও জনগণের আস্থা ও নিরাপত্তা রক্ষায় আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
ওসি হাসান বাসিরের ধারাবাহিক সফলতায় বগুড়া জেলা পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তারা তার নেতৃত্ব ও কর্মদক্ষতার প্রশংসা জানিয়ে বলেছেন, “এমন নিষ্ঠাবান কর্মকর্তারা থাকলে জননিরাপত্তা আরও সুসংহত হবে।”