![]()
বগুড়া প্রতিনিধি:মোঃ ফারুক সরকার
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের মেধাবী তৌফিক আহম্মেদ ৪৯তম বিসিএস পরীক্ষায় সারাদেশে ১৮তম স্থান অর্জন করেছেন। বর্তমানে তিনি সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী।
তৌফিকের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীরা গর্বিত ও আনন্দিত। তিনি জানান, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পরিবারের অনুপ্রেরণাই তাকে এই সাফল্যে অনুপ্রাণিত করেছে। তৌফিকের বাবা-মা ও আত্মীয়স্বজন জানান, তার এই অর্জনে পরিবার ও গ্রামজুড়ে আনন্দের বন্যা বয়ে গেছে।
শিক্ষক ও সহপাঠীরা বলেন, “তৌফিকের সাফল্য আমাদের এলাকার তরুণদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।”