সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া।
গত ১৭ আগষ্ট ২০২৪ ইং বগুড়া শেরপুর উপজেলায় পুকুরের মাছ ধারাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনা সূত্রে জানা যায় যে নিহত মিজানুর রহমানের লিজকৃত জমির উপর খনন করা পুকুরের মাছ ধরতে যায় আসামি মোঃ আব্দুস সালাম সেই সময় নিহত মিজানুর রহমান তাদের কে মাছ ধরতে বাঁধা দিলে, আসামি আব্দুস সালাম এর সাথে তর্ক বিতর্ক সৃষ্টি হয় , এবং এক পর্যায়ে আসামি আব্দুস সামাদ ক্ষিপ্ত হয়ে, দলবল নিয়ে বাঁশের লাঠি, লোহার রড, রামদাসহ আরো দেশী অস্ত্রে সজ্জিত হয়ে ০২ টি পিকআপভ্যানে করে ভিকটিম মিজানুর রহমানের উপর হামলা চালায় একপর্যায় দেশীয় অস্ত্র দ্বারা এবং পিটিয়ে ভিকটিম মিজানুর রহমান’কে হত্যা করে।
পরবর্তীতে নিহতের মা বাদী হয়ে বগুড়া জেলার শেরপুর থানায় ১৭ জন এজাহার নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে র্যাব,১২ বগুড়ার একটি টিম বগুড়া জেলার শেরপুর থানার তেতুলীয়া গ্রাম থেকে উল্লেখিত হত্যা মামলার এক নং আসামি, মোঃ আব্দুস সামাদ (৫২),কে গ্রেফতার করে।