বগুড়া জেলার ককটেল বিস্ফোরণ, আহত ১
মো: রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
বগুড়া জেলার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোছা. নাসিমা আক্তার (৪৫), স্বামী মো. মুক্তার হোসেন (স্থানীয়ভাবে পরিচিত মাদক ব্যবসায়ী), কুমিল্লা জেলা থেকে আসা কয়েকজন ব্যক্তিকে তাঁর বাড়িতে কয়েক দিন ধরে আশ্রয় দিয়েছিলেন। আজ সকালে তারা ককটেল তৈরির সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে মো. আতাউর রহমান সেলিম (৩৫), পিতা মো. বাদশা মিয়া, গ্রাম রামপ্রসাদের চর, উপজেলা মেঘনা, জেলা কুমিল্লা—গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপজেলার মাঝবাড়ী এলাকার একটি ডাকাত দলের সহযোগিতায় বিস্ফোরক তৈরির উদ্দেশ্যে ৩–৪ জন ব্যক্তি কুমিল্লা থেকে এসে মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছিল। ঘটনার পর আহত সেলিমকে হাসপাতালে নেওয়া হলেও, বাকি ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
