বগুড়ার শেরপুর থানা পুলিশ পেল নতুন গাড়ি
উপজেলা প্রতিনিধি : ইমদাদুল হক মৃদুল
বগুড়ার শেরপুর থানার জন্য নতুন একটি ডাবল কেবিন পিকআপ গাড়ি বরাদ্দ দিয়েছে জেলা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে বগুড়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে গাড়িটি হস্তান্তর করা হয়।
বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিনের নিকট গাড়িটি হস্তান্তর করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন গাড়ি যুক্ত হওয়ায় শেরপুর থানার টহল, জরুরি সেবা এবং সামগ্রিক আইন শৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
