
সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া:
বগুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে পৌরসভার ১২নং ওয়ার্ডের লতিফপুর, কলোনী, চকফরিদ ও ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
এডভোকেট আব্দুল মতিন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি সাইফুল বলেন,
“বগুড়ার প্রকৃত উন্নয়ন হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। দীর্ঘ ১৭ বছর উপেক্ষিত থাকার পর আবারো উন্নয়নের পথে ফিরতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “জাতীয় রাজনীতিতে তারেক রহমান বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় নেতা। সদর আসনে তাকে প্রার্থী হিসেবে পাওয়া বগুড়াবাসীর জন্য সৌভাগ্যের বিষয়। তাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক শাহ মো. মেহেদী হাসান হিমু, জেলা বিএনপির তাঁতী সম্পাদক তৌহিদুল ইসলাম বিটু, সাবেক কাউন্সিলর জহরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, মাহমুদ শরীফ মিঠু, আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, আতাউর রহমান শামীম, আবু জাফর জেমস, সুলতান আহমেদ, সোহেল রানা সুমন, সাইমুম ইসলাম, সেলিম রানা, বেলার মণ্ডল, মতিন কাজি, সহিদুল, রাঙ্গা, আতিক হক মল্লিক, শিমুল ইসলাম জকি, মুন্না, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোয়েব ইসলাম অভি, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।