
সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি,বগুড়া ,
বগুড়া প্রতিনিধি: শিবগঞ্জে ২৫ বোতল নিষিদ্ধ মাদক ‘চকো সিরাপ’সহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর রাত ১২টা ৩০ মিনিটে শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে অভিযান চালিয়ে আমেনা বেগম (৬০)কে গ্রেপ্তার করা হয়। তিনি পীরগঞ্জ থানার ওসমানপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।