
বগুড়া শাজাহানপুর প্রতিনিধি: রাকিবুল হাসান
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের হাতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া, তার স্ত্রী মনজিলা খাতুন ও শ্যালিকা মরজিনা বেগম আটক হয়েছেন। তারা পূর্বেও অর্ধ ডজন মাদক মামলার আসামী।
শাজাহানপুর থানায় কর্মরত এসআই মোঃ মিজানুর রহমান ও সহকারী অফিসার ও নারী ফোর্সের সহযোগিতায় ২২ নভেম্বর বিকেল ৪:৩০ টায় সুজাবাদ সড়কপাড়া গ্রামে তাদের বাড়ীর সামনে থেকে গাঁজা সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।