সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া।
বগুড়ায় বিশেষ অভিযানে বার্মিজ চাকুসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ দুই জন গ্রেফতার,
বগুড়া সদর উপজেলার নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজমুল হকের নির্দেশনায় শনিবার রাতে নাটাইপাড়া বউ বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ নাদিম (২৫), পিতা – মোঃ মুক্তার, গ্রাম – দেছমা, থানা – শাহজাহানপুর, জেলা – বগুড়া কে ০২ (দুই) টি অত্যাধুনিক বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে, শহরের মালতীনগর এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ২১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান (৩৭), পিতা – মোঃ আলী, গ্রাম – ভাটকান্দি দক্ষিণপাড়া, থানা ও জেলা – বগুড়া কে গ্রেফতার করা হয়।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজমুল হক জানান, গ্রেফতারকৃত মোঃ মাহমুদুর রহমানের বিরুদ্ধে হত্যা ও রাজনৈতিক সংশ্লিষ্টতায় একাধিক মামলা রয়েছে।