সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া শহরের কলোনীতে দুর্বৃত্তদের হামলায় মো. ফাহিম (১৮) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে সরকারি পলিটেকনিক কলেজের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একদল দুর্বৃত্ত ফাহিমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম বগুড়া শহরের কলোনী চকফরিদ এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে। তিনি ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।