নিজস্ব প্রতিনিধি, বগুড়া: সাজেদুল ইসলাম রাসেল
বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক পৌর কাউন্সিলর, যুবলীগের সহ-সভাপতি এবং একাধিক মামলার আসামি আলহাজ্ব শেখকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশের নির্দেশনায় ডিবি পুলিশের ইনচার্জের নেতৃত্বে ডিবি বগুড়া ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে এই গ্রেফতার হয়। অভিযানে শহরের আলোচিত হত্যাসহ একাধিক মামলার আসামি বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব শেখকে আটক করা হয়।
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ তারিখে রাত ৩টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শহরের একটি বাসভবন থেকে তাকে আটক করে। বগুড়া ডিবি পুলিশ ও সদর থানার যৌথ অভিযানে তিন ঘণ্টার ব্যবধানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলহাজ্ব শেখ (৫৫), পিতা- মৃত মুনছুর শেখ, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০৬টি হত্যা মামলা, বিস্ফোরক ও অস্ত্রসহ মোট ২০টি মামলা রয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈন উদ্দীন।