
প্রতিনিধি : ইমদাদুল হক মৃদুল
বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ মঙ্গলবার (২ ডিসেম্বর) তাঁর কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কের ধারে থাকা মোটর গ্যারেজ ও অস্বাস্থ্যকর হোটেল-রেস্তোরাঁ দ্রুত অপসারণে বিশেষ অভিযান চালানো হবে। পাশাপাশি বগুড়া শহরতলীর বনানী ও মাটিডালী মোড়ে আধুনিক ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে।
সভায় তিনি জানান, সাসেক প্রকল্পের আওতায় শেরপুরের ধনকুন্ডিতে নির্মিত আন্ডারপাসটি দিয়ে বাস চলাচলে সমস্যা তৈরি হওয়ায় ওই এলাকায় যানজট দেখা দিচ্ছে। বিষয়টি সমাধানে কর্তৃপক্ষের নজর আকর্ষণের চেষ্টা চলছে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা সড়কে দুর্ঘটনা, ডাকাতি ও যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তবে তাঁরা অভিযোগ করেন—সড়কে খড়-ধান শুকানো রোধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বক্তারা সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নির্দিষ্ট দূরত্বে নিয়মিত চেকপোস্ট স্থাপনের আহ্বান জানান, যাতে কোনো ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারে।
সভায় উপস্থিত ছিলেন—মহসীন রাজু, রাহাত রিটু, আব্দুর রহমান টুলু, সৈয়দ ফজলে রাব্বি ডলার, শফিকুল ইসলাম শফিক, জহুরুল ইসলাম, ইমদাদুল হক মৃদুল, ইমরান হোসাইন লিখন, ফেরদৌসুর রহমান প্রমুখ।
হাইওয়ে পুলিশকে আরও আধুনিক, কার্যকর ও চৌকস হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের পরামর্শ দিতে আহ্বান জানান পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ।