মোঃ সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি, বগুড়া
বগুড়ার কাহালু উপজেলায় গত ৩০ আগস্ট ২০২৪ শুক্রবার সকাল ৭টার দিকে পূর্ব শত্রুতার জেরে রাকিব নামে এক যুবককে তার বাড়ির সামনে থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে কামলা গ্রামে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে নিহত রাকিবের বোন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
এই আলোচিত হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১২, বগুড়া তথ্য প্রযুক্তির সহায়তায় গুরুত্বের সঙ্গে গোয়েন্দা তৎপরতা শুরু করে। র্যাব-১২ এর মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১৩, রংপুর এর যৌথ অভিযানে বৃহস্পতিবার বিকেল ৪টায় অভিযান চালিয়ে রাকিব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শ্রী ফনি চন্দ্র প্রাঃ (২৭), পিতা: শ্রী প্রফুল্লকে রংপুরের মিঠাপুকুর উপজেলার এস.এ এগ্রো ফিড কোম্পানির ভেতর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন লে. কমান্ডার এম আবুল হাশেম সবুজ, কোম্পানি কমান্ডার, র্যাব-১২, বগুড়া।