![]()
মো: রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার
বগুড়া: সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং যুব উন্নয়ন আর্মি ক্যাম্প বগুড়া ৪০ বীরের যৌথ অভিযানে বুধবার রাতে বগুড়া পৌরসভার চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনীতে অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে জব্দ হয়েছে ৪৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৭৯ লিটার কেরু মদ ও ১৭.২ লিটার দেশীয় মদ।
গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ ওবাইদুল হক (২৫), পিতা মোঃ টকু মিয়া, সাং কলসদহ, সোনাতলা
শ্রী চয়ন দাস (৩৩), পিতা শ্রী চণ্ডী দাস, ফুলবাড়ী উত্তরপাড়া (মগলিসপুর)
মোঃ আল ইহসান আবির (২৪), পিতা মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা নওদা পাড়া, মাটিঢালী বিমানবন্দর
অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি ১টি বার্মিজ চাকু, ৩টি চাপাতি, ১টি বাটন মোবাইল, ১টি সিম ও নগদ ১,৪৩,৪২০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।