বগুড়ায় ভুয়া পুলিশ সদস্য আটক, পুলিশের ইউনিফর্ম উদ্ধার
সাজেদুল ইসলাম রাসেল
নিজস্ব প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় দীর্ঘদিন ধরে পুলিশ সদস্য পরিচয়ে চাঁদাবাজি করা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে পুলিশের ব্যবহৃত ইউনিফর্মও উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, বগুড়া সদর নারুলী পুলিশ ফাঁড়ির এক এএসআই পরিচয় দিয়ে এক ব্যক্তি বগুড়া শহরের বিভিন্ন এলাকায় প্রতারণা ও চাঁদাবাজি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, উক্ত ব্যক্তি বগুড়া সদর চেলোপাড়ায় এক ভাড়া বাসায় অবস্থান করছে।
বগুড়ায় ভুয়া পুলিশ সদস্য আটক, পুলিশের ইউনিফর্ম উদ্ধার করার পর রবিবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে নারুলী ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজমুল হকের নির্দেশনায় এসআই অমিত, এটিএসআই শফিকুল ইসলাম ও এএসআই আলামিন সঙ্গীয় ফোর্স নিয়ে চেলোপাড়ায় অভিযান চালিয়ে জাকারিয়া নামের ওই ভুয়া পুলিশ সদস্যকে আটক করে।
এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম উদ্ধার করা হয়। আটককৃত জাকারিয়া পলাশবাড়ি থানার আশরাফুল ইসলামের ছেলে বলে নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজমুল হক।
আর ও পড়ুনঃ বিএনপি আহব্বায়কের বহিষ্কার দাবিতে বিক্ষোভ