
মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পালশা চৌকিরপাড় এলাকায় অবস্থিত রুহান প্রিন্টিং প্রেসে র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি ও সিগারেটের ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার ও লেবেল জব্দ করা হয়েছে। নকল ব্যান্ডরোল তৈরি করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের মাধ্যমে সরকারকে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে ফেলছিল চক্রটি।
বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে র্যাব-১২ তদন্তে নামে এবং সোমবার র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে রুহান প্রিন্টিং প্রেসে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১. মো. মাহমুদুল হাসান ওরফে মিলন (৪২), পিতা আবু বক্কর সিদ্দিক
২. মো. রাশেদুল ইসলাম ওরফে রনজু (৪২), পিতা মো. আবুল কাশেম
দু’জনেই সদর উপজেলার বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানে সিগারেটের প্রায় ১৮ লাখ ৩৮ হাজার এবং বিড়ির ১০ লাখ ৪৯ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এনবিআরের নকল রাজস্বচিহ্নিত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা।
এছাড়া জব্দ করা হয়—
NBR লেখা সিগারেটের নকল ব্যান্ডরোল তৈরির স্টিল লেবেল প্লেট ১টি
বিড়ির নকল ব্যান্ডরোল তৈরির কাঠের স্ক্রিন ফ্রেম ১টি
নকল আকিজ বিড়ির মোড়ক ৮,৯৪০ পাতা
আবুল বিড়ির মোড়ক ৩,৮১০ পাতা
গ্রামীণ বিড়ির মোড়ক ২,২৫০ পাতা
সোনালী বিড়ির মোড়ক ২,৬০০ পাতা
বিভিন্ন ব্র্যান্ডের বিড়ির মোড়ক ২,০০০ পাতা
আকিজ বিড়ির ফিল্টার ৬,০০০ পাতা
রশিদা বিড়ির ফিল্টার ৩,০০০ পাতা
আবুল বিড়ির ফিল্টার ৬০০ পাতা
অন্যান্য ফিল্টার ১,০০০ পাতা
বিভিন্ন ব্র্যান্ডের স্টিল লেবেল প্লেট ১,৪০০টি
আকিজ বিড়ির নিরাপত্তা লোগোযুক্ত কালো গামটেপ ১,৫০০টি
১টি অ্যান্ড্রয়েড ফোন
১টি বাটন মোবাইল
নগদ ১০,৬৪০ টাকা
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।