
সাজেদুল ইসলাম রাসেল বিশেষ প্রতিনিধি বগুড়া ।
বাংলাদেশ কৃষক সমিতি জেলা কমিটির উদ্যোগে বগুড়ার উদীচী কার্যালয়ে আজ সকাল ১১:৩০ মিনিটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় নেতা বিপ্লব চাকী ও মীনা চক্রবর্তীকে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সংগঠনের সভাপতি হুমায়ুন কবির সভাপতিত্বে কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সময়মতো সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা জরুরি। বাজারে সিন্ডিকেটের প্রভাব কমাতে সরকারি ক্রয়কেন্দ্র সক্রিয় করার পাশাপাশি বিএডিসিকে সম্পূর্ণরূপে সচল করার দাবি জানানো হয়। এছাড়া শস্য বীমা চালুর মাধ্যমে কৃষকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।