মোঃ দুলাল সরকার গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ৫ বখাটেদের হামলার শিকার হয়েছে চার বছরের এক শিশু। স্থানীয়রা ধারণা করছেন, ওই শিশুর স্বজনরা যখন স্থানীয় ৫ জন তরুণের কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন, তখনই তাদের উপর এই হামলা হয়েছে। ঘটনার তিন দিন পার হলেও এখনো পর্যন্ত কেউ আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিশুর স্বজনরা।
আহত শিশুটির নাম তাহসিন (৪)। সে গুয়াগাছিয়া ইউনিয়নের দত্তেরচর গ্রামের হান্নান মুন্সীর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার শিশুটির মা রূপালী বেগম বলেন, স্থানীয় ৫ বখাটে শুভ, রমজান, শাকিল, জিহাদ ও রিমন প্রায়ই তাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যায় এবং বিভিন্ন মেয়েদের উত্ত্যক্ত করে। স্থানীয়রা তাদের এই কর্মকাণ্ডে বিরক্ত। গত মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে আটটার দিকে, ওই ৫ জন আরো কিছু লোকজন নিয়ে তাদের মহল্লায় হামলা করে। তারা তাদের ঘরে ভাঙচুর চালিয়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি করে এবং রূপালীকে মারধর করে। এ সময় তাদের চার বছরের শিশু পুত্র তাহসিন তাদের সামনে চলে এলে তাকেও লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
রূপালী আরও বলেন, তার স্বামী বিদেশে থাকেন এবং ওই বখাটে ছেলেদের সাথে কখনো তার কথা কাটাকাটি হয়নি। কেন তারা তাদের বাড়িতে হামলা চালিয়েছে তা তিনি জানেন না। তিনি এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু তিন দিন পার হলেও এখনো পর্যন্ত কোনো আসামি আটক করা হয়নি।
স্থানীয় বাসিন্দা ইউসুফ মিয়া বলেন, ওই ছেলেগুলো বখাটে স্বভাবের এবং প্রায়ই রাস্তা দিয়ে হেঁটে মেয়েদের উত্ত্যক্ত করে। এলাকাবাসী বিভিন্ন কারণে তাদের উপর বিরক্ত।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।