
রিপোর্টার: মো. রাকিব | কাউখালি প্রতিনিধি
পিরোজপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (র.)-এর মেজ ছেলে শামীম সাঈদী বলেছেন, যারা সাধারণ জনগণকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন কার্ডের লোভ দেখাবে—জনগণ তাদের লাল কার্ড দেখাবে।
কাউখালি উপজেলায় আয়োজিত একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। শামীম সাঈদী বলেন,
“এই কার্ড দেখিয়ে জনগণের কাছ থেকে আর কিছু আদায় করা যাবে না, ইনশাআল্লাহ। এবার জনগণ নিজেরাই শতযোগ্য ব্যক্তিকে বেছে নেবে।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা আর স্বৈরাচারী শক্তিকে ক্ষমতার চেয়ারে বসতে দেবে না। জনগণ ভোটের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে প্রস্তুত।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।