ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণের নীতিমালায় পরিবর্তন এনেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। নতুন নিয়ম অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে করা লাইভ ভিডিওগুলো ৩০ দিন পর্যন্ত ফেসবুকে দেখা যাবে, এরপর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
মেটার মতে, বিশ্বজুড়ে মানুষ ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করা কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে ফেসবুক লাইভ ব্যবহার করেন। তবে বেশিরভাগ লাইভ ভিডিও প্রথম কয়েক সপ্তাহেই সর্বাধিক ভিউ পায়। তাই লাইভ ভিডিও সংরক্ষণের নতুন নিয়ম চালু করা হয়েছে।
৩০ দিনের বেশি পুরোনো লাইভ ভিডিওগুলোও ধাপে ধাপে মুছে ফেলা হবে। তবে, মুছে ফেলার আগে ব্যবহারকারীদের নোটিফিকেশন দিয়ে জানানো হবে। নোটিফিকেশন পাওয়ার পর ৯০ দিনের মধ্যে ভিডিও ডাউনলোড বা ট্রান্সফার করার সুযোগ থাকবে।
মেটা জানিয়েছে, নতুন এই পরিবর্তনের ফলে ফেসবুকের স্টোরেজ নীতিগুলো আরও উন্নত হবে এবং ব্যবহারকারীরা সর্বশেষ লাইভ ভিডিও দেখার সুযোগ পাবেন।