
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
নেত্রকোনা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (৭ নভেম্বর, ২০২৫) নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের তিনি 'পতিত সরকারের দোসর' হিসেবে উল্লেখ করেন।
একই দিনে, সিনিয়র নির্বাচন কমিশনার আব্দুর রহমানের বরাত দিয়ে জানা গেছে, নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুত রয়েছে। মতবিনিময় অনুষ্ঠানে নেত্রকোনার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।