
নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দিলারা আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোরশেদ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়াচর্চা শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে।” তিনি আরও জানান, ক্রীড়ায় অংশগ্রহণ শিক্ষার্থীদের সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে সফলতার সহায়ক।
অনুষ্ঠানে শিক্ষক, ক্রীড়া সংগঠক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে।
উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, ফুলবাড়ী, কুড়িগ্রাম।