
মোঃ রফিকুল ইসলাম
কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে কাজ করা স্বনামধন্য প্রতিষ্ঠান ফুলবাড়ী ক্যাডেট কেয়ার-এর উদ্যোগে ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার ডিগ্রি কলেজ রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির কোচিং চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী তোতা-র সঞ্চালনায় এবং ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের পরিচালক আনোয়ারুল কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দ আবিদুর রহমান (সোহাগ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক সুজন আলী, সহকারী অধ্যাপক ফারুকুল ইসলাম এবং প্রতিষ্ঠানটির শিক্ষক মেহেদী হাসান।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল ও মধ্য চন্দ্রখানা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে সালমা।
অনুষ্ঠানে ২০২৫ ব্যাচের পাশাপাশি নবাগত পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অভিভাবকরা জানান, পূর্ববর্তী শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম ছিল সন্তোষজনক ও ফলপ্রসূ। আগামীতেও শিক্ষার মান ও নৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।