
মোঃ আব্দুল্লাহ্
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের প্রানপুরুষ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ আছর ফুলবাড়ী কাচারী মাঠে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে শহীদ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গায়েবানা জানাযা পরিচালনা ও সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদাউস লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম রানা, জাতীয় যুবশক্তি ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ আব্দুল হাই সিদ্দিকী এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক ছাত্রদল নেতা সানরোজে বসুনিয়া।
বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদসহ সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন এক সংগ্রামী কণ্ঠ। তাঁর নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে আরও বলা হয়, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। অন্যায়, জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলন আরও বেগবান করে এগিয়ে নিতে হবে।
উক্ত কর্মসূচির আয়োজন করে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের মানুষ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান।