
মোঃ রফিকুল ইসলাম
কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪ নিউজ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমন ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালিসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষ ও চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা নিরাপদ অভিবাসন, বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমন এবং প্রবাসীদের অধিকার সংরক্ষণ বিষয়ে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা প্রশাসনের প্রতিনিধি দিলারা আক্তার। সভায় বক্তারা আন্তর্জাতিক অভিবাসীদের অধিকার, প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদান এবং অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ ও জনবান্ধব করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার্স প্রতিনিধি এসআই শাহ আলম, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার মোঃ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তাই প্রবাসীদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা জরুরি।
তাঁরা আরও বলেন, অবৈধভাবে বিদেশ গমন প্রতারণা ও জীবনের ঝুঁকি বাড়ায়। এসব ঝুঁকি এড়াতে সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমনের কোনো বিকল্প নেই। এ বিষয়ে পরিবার ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে অভিবাসন ও প্রবাসী–সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা আরও বাড়বে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে।