
মোঃ আব্দুল্লাহ্
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় তীব্র শীতের মধ্যে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিপদের বন্ধু। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারি সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার দক্ষিণ রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপদের বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টারা সরাসরি উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আহমেদ রনি, সহ-সভাপতি রেদোয়ান আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক রোকন সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হযরত আলী খন্দকার, উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ ও রাশেদুল কবির।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শীত মৌসুমে দেশের নিম্নআয়ের ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাদের এই কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, বিপদের বন্ধু সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এ সময় স্থানীয় সচেতন মহল বিপদের বন্ধু সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।