
মোঃ রফিকুল ইসলাম (কুড়িগ্রাম) স্টাফ রিপোর্টার
আমার সকাল ২৪
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের গংগার হাট মোহাম্মদ আলী সরকার উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ওলামা বিভাগের সভাপতি ও সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ সেকেন্দার আলী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (কুড়িগ্রাম-০২) অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।
তিনি বলেন, “দুর্নীতি ও হয়রানি রোধে জবাবদিহিমূলক প্রশাসন গঠন, বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষির উন্নয়ন, নদীভাঙন রোধ, মাদকমুক্ত জেলা গঠন এবং কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে উদ্যোগ নেয়া হবে।”
বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে দায়িত্বশীলদের আন্তরিকতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোঃ গোলজার হোসেন।