
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা ফার্মগেট এখন হকারদের দখলে। আগে শুধু ফুটপাতেই দোকান বসতো, এখন ওভারব্রিজগুলোও তাদের দখলে চলে গেছে।
মিরপুর, গাবতলী, উত্তরা, গুলিস্তান ও মতিঝিলগামী অসংখ্য মানুষ প্রতিদিন ফার্মগেট এলাকা দিয়ে যাতায়াত করেন। এছাড়া এলাকাটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও তেজগাঁও শিল্প এলাকা থাকায় এখানে সবসময় মানুষের চাপ থাকে।
ঢাকায় সর্বপ্রথম অত্যাধুনিক ফুট ওভারব্রিজ স্থাপন করা হয় ফার্মগেটে। প্রথমদিকে পথচারীরা নির্বিঘ্নে ব্যবহার করলেও এখন ব্রিজটি পুরোপুরি হকারদের দখলে। এখানে দোকান বসানো, পণ্য মজুদ ও ক্রেতাদের ভিড়ের কারণে পথচারীরা চলাচল করতে পারছেন না।
এমনকি ভিড়ের মধ্যে ছিনতাই, নারীদের শ্লীলতাহানি ও অন্যান্য অপ্রীতিকর ঘটনাও ঘটছে নিয়মিত। পুলিশ প্রশাসনের চোখের সামনে এই বিশৃঙ্খলা চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এলাকাবাসী ও যাত্রীদের দাবি, দ্রুত ফার্মগেট ওভারব্রিজ থেকে হকার উচ্ছেদ করে পথচারীদের চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।