ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মাধবপুরে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরাইলি দখলদার বাহিনীর নৃশংস গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী ঘোষিত হরতাল কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) বিকাল ৪টায় কাশিমনগর বাজার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
উক্ত বিক্ষোভে নেতৃত্ব দেন স্থানীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা। সর্বস্তরের সাধারণ মুসল্লি ও জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং মুসলিম বিশ্বের উচিত এখনই ঐক্যবদ্ধ হয়ে জোরালো ভূমিকা রাখা।