আরিফ হাসান গজনবী
রামপাল প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নরকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে বাঁশতলী ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ড গ্রামবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮এপ্রিল) বিকাল ৪ ঘটিকার সময় ইসলামাবাদ বকুলতলার মোড় থেকে শুরু হয়ে তালবুনিয়া মোড় পর্যন্ত ঘুরে এসে পুনরায় বাঁশতলী ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অত্র এলাকার ইসলামপ্রিয় তৌহিদি জনতা। এ সময় তৌহিদি জনতা বলেন ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলা বন্ধ করতে হবে, এবং তারা আরো বলেন ইজরাইলের পণ্য বয়কট করার কঠোর হুঁশিয়ার দেন বক্তারাইসরায়েলী পণ্য বর্জন ও ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড, ব্যানার, পেস্টুন ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে স্লোগান দেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ইজরায়েলি পণ্য বয়কট, বয়কট বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলে ইসলামপ্রিয় তৌহিদী জনতা। এ সময় বক্তারা বলেন অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে এবং
গণহত্যার দায়ে ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়ার দাবী জানান বক্তরা। তারা আরও বলেন,আমেরিকাসহ বিশ্ব মোড়ল দেশগুলো আজ ইজরায়েলের গণহত্যা দেখেও না দেখার ভান করে নিঃশ্চুপ হয়ে আছেন! তাদেরও বয়কট করতে হবে। এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান।