বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার একমাত্র প্রধান বাজারে আজ আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উপস্থিতি ও দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পুরো বাজার এলাকা।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বাজারের এরশাদ নামের এক ব্যবসায়ীর চানাচুরের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, দোকানের নিম্নমানের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে স্পার্ক তৈরি হওয়ায় এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
থানচি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ও টিম লিডার পেয়ার মুহাম্মদ জানান—
বাজারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রবেশমুখ ও আশপাশে প্রায় ১০-১২টি পান, সিগারেট ও চানাচুরের দোকান অবৈধভাবে স্থাপন করা হয়েছে। এসব দোকানে স্বল্পমূল্যের বৈদ্যুতিক তার ব্যবহার ও ২৪ ঘণ্টা লাইট জ্বালিয়ে রাখার কারণে আগুন লাগার ঝুঁকি অনেক বেড়ে যায়। তিনি বলেন, “এগুলোর কারণেই আজকের দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের আর্থিক ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেনি।
২০২০ সালে থানচি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৩৯টি দোকান পুড়ে যায়।
২০২২ সালে আবারও ঘটনার পুনরাবৃত্তি ঘটে, ৬৫টি দোকান পুড়ে ছাই হয়ে কোটি টাকারও বেশি ক্ষতি হয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন—
“থানচি বাজারের ফুটপাত দখলমুক্ত করার দাবি এলাকাবাসী বহুবার জানিয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”