
মো. শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ফরিদপুর-৪ আসনকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান অগ্রাধিকার। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কোনো ধরনের আপস করবেন না বলে জানান।
তিনি বলেন, “আমার এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে আমি চুপচাপ বসে থাকবো না। এ বিষয়ে আমার অবস্থান একেবারে স্পষ্ট—জিরো টলারেন্স।”
শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, শান্তি বিনষ্টকারীদের কঠোর হাতে দমন করা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর-৪ আসনের জনগণের প্রতি আস্থা রেখে তিনি বলেন, “আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সবসময় সচেষ্ট থাকবো। একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”