
ওবায়দুর রহমান, আমার সকাল ২৪ বিশেষ প্রতিনিধি, সালথা, ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ওহিদুল ইসলাম (ওহিদ) সব পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় আটঘর ইউনিয়নের গৌড়দিয়া তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, "২০১৪ সালে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমাকে মৌখিকভাবে আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ঘোষণা করেছিলেন। তবে আমার কাছে এর কোনো বৈধ কাগজপত্র নেই। এছাড়া আটঘর ইউনিয়ন যুবলীগের কোনো রেজুলেশনও নেই। এই কারণে আমি নিজ ইচ্ছায় সজ্ঞানে আওয়ামী যুবলীগের পদসহ সমস্ত পদ থেকে পদত্যাগ করলাম।"
সংবাদ সম্মেলনে ওহিদুল ইসলামের পরিবারের সদস্যরা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।