![]()
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে পুলিশ সুপার মোঃ আব্দুল জলিলকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতের এ আয়োজন অনুষ্ঠিত হয় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
সভায় বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, সদস্য পান্না বালা, সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান জাহিদ রিপন, সেলিম মোল্লা, বি কে শিকদার সজল, তারিকুল ইসলাম হিমেল, আলিমুজ্জামান রনি এস এম, মনিরুজ্জামান, শেখ মনির হোসেন ও সঞ্জীব দাস।
এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা পুলিশ সুপার আব্দুল জলিলের ফরিদপুরে কর্মকালীন সময়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত কাজে তাঁর সার্বিক সহযোগিতার বিষয়টি কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন তারা।
সভায় পুলিশ সুপারের আগামীর কর্মজীবনের সাফল্য কামনা করা হয়। অন্যদিকে পুলিশ সুপারও দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে ফরিদপুর প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।