
মো: শাহীন হাওলাদার ক্রাইম রিপোর্টার
ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক নাগরিক বার্তা–এর সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলা–এর ফরিদপুর প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল, এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টেলিভিশন ও বিডিনিউজ২৪–এর সাংবাদিক মফিজুর রহমান শিপন।
রবিবার প্রধান নির্বাচন কমিশনার এম. এ. সালাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১৮টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জমাকৃত মনোনয়নপত্রের ভিত্তিতে সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কবিরুল ইসলাম সিদ্দিকী, মাহাবুব হোসেন পিয়াল ও মফিজুর রহমান শিপনের নেতৃত্বাধীন প্যানেল ছাড়া অন্য কোনো প্যানেল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মনির হোসেন (গাজী টেলিভিশন), নুরুল ইসলাম আনঞ্জু (দৈনিক দিনকাল) এবং আশরাফুজ্জামান দুলাল (দৈনিক সংগ্রাম)। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন তিতু (চ্যানেল আই)। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাষ দত্ত (দৈনিক ভোরের কাগজ)। তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন মুইজ্জুর রহমান খান (দৈনিক আজকের সারাদেশ) এবং ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শ্রাবন হাসান (দৈনিক আজকের পত্রিকা)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নির্মল কুমার বিশ্বাস নয়ন (জাগোনিউজ২৪), বি. কে. সিকদার সজল (সময় টিভি), রুহুল আমীন (বৈশাখীনিউজ.কম), এস. এম. রুবেল (দৈনিক কুমার), এস. এম. জাহিদ (সাপ্তাহিক বুদ্ধিযুদ্ধ) এবং মানিক দাস (দৈনিক ভোরের রানার)।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেছেন, তারা সাংবাদিকতার মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার সুরক্ষা এবং প্রেসক্লাবের ঐতিহ্য ও মর্যাদা আরও সুদৃঢ় করার জন্য সম্মিলিতভাবে কাজ করবেন।