ফরিদপুরে বিএনপি নেতা মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়ার মনোনয়ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শহরের গোয়ালচামট মডেল মসজিদের সামনে “ফরিদপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা ফরিদপুর সদর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও তৃণমূলের নেতা মাহবুবুল হাসান পিংকুকে “ধানের শীষ” প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এ সময় বক্তব্য দেন—
জাতীয়তাবাদী যুবদলের সহ-সম্পাদক শহিদুল ইসলাম টুটুল
সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম
জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার
জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল
বক্তারা বলেন, “মাহবুবুল হাসান পিংকু সাধারণ মানুষের নেতা। তিনি গরিব, অসহায় ও দুঃখী মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে আসছেন।”
তারা আরও জানান, করোনাকালীন সংকটে তিনি নিজ অর্থায়নে অসহায় মানুষের সহায়তায় কাজ করেছেন এবং ঈদ, পূজা ও অন্যান্য উৎসবেও মানুষের পাশে ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, “তাকে যদি ফরিদপুর সদর-৩ আসনে ধানের শীষের প্রার্থী করা হয়, তবে তিনি সর্বাধিক ভোটে বিজয়ী হবেন।”
শেষে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান—ফরিদপুর সদর-৩ আসন থেকে মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য।
মানববন্ধন শুরুর আগে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল এসে প্রধান সড়কে একত্রিত হয়ে কর্মসূচিতে যোগ দেয়।