
মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার
ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ ফুটপাতগুলোতে দখলদারদের অবাধ কার্যক্রম চলছে। স্থানীয়রা জানাচ্ছেন, অনেক জায়গায় ফুটপাত দখল করে বাইক ওয়াশ ও বাইক রেজ করার কাজ চালানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের নিরাপদ চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
বেশি উদ্বেগের বিষয় হলো, বাইক ওয়াশে ব্যবহৃত কেমিক্যালের কারণে পথচারীদের চোখ ও মুখে জ্বালা-পোড়া এবং পানি পড়ার ঘটনা ঘটছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে মো: শাহীন হাওলাদার জানান, “ফুটপাত মানুষের হাঁটার জায়গা, ব্যবসা করার জায়গা নয়। আমরা চাই আমাদের শহর পরিচ্ছন্ন, গুছানো এবং নিরাপদ হোক। এই ধরনের অনিয়ম শুধু শহরের সৌন্দর্য নষ্ট করছে না, মানুষের দৈনন্দিন জীবনকেও বিপর্যস্ত করছে।”
স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসন, পৌরসভা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর অনুরোধ জানিয়েছেন, দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
ফরিদপুরবাসী একসাথে সচেতন হয়ে চাইছেন একটি পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ শহর। আমার শহর, আমার দায়িত্ব।