
মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের চরভদ্রাসন থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাকিল শেখ বাবু (২৫) কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ গ্রেফতার করেছে।
র্যাব-১০ জানায়, সোমবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আলেপের দোকালের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া শাকিল শেখ বাবু ফরিদপুরের সদরপুর থানার জিআর মামলা নং-১৪৭/২১, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১), টেবিল ১০(ক)-এর সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করছিল।
আটক আসামির বাড়ি সদরপুর থানার নাজিম শেখের ডাঙ্গী এলাকায়, পিতার নাম শেখ সৈয়দ আলী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল তার পলাতক থাকার বিষয়টি স্বীকার করেছে। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।